ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

চুয়েট-রুয়েট-কুয়েটে ভর্তি ও ওরিয়েন্টেশন ক্লাস স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২২ পিএম, ১২ জুলাই ২০২৪

প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সব ধরনের ভর্তি কার্যক্রম ও ওরিয়েন্টেশন ক্লাস স্থগিত করা হয়েছে। প্রকৌশল গুচ্ছের ভর্তি-সংক্রান্ত ওয়েবাসইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়, অনিবার্য কারণে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চুয়েট, কুয়েট ও রুয়েটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস স্থগিত করা হয়েছে। এছাড়া ১৪ ও ১৫ জুলাই নির্ধারিত ভর্তি প্রক্রিয়ার চতুর্থ ধাপও অনিবার্য কারণে স্থগিত করা হলো। ভর্তি প্রক্রিয়া ও ওরিয়েন্টেশনের নতুন তারিখ পরবর্তীতে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়গুলোতে মোট সাড়ে তিন হাজার আসন রয়েছে। এরমধ্যে এখনো প্রায় ৭০০ আসন ফাঁকা। সেখানে ভর্তির জন্য অনেকে অপেক্ষমাণ তালিকায় ঝুলে আছেন।

প্রকৌশল গুচ্ছ ভর্তি কমিটির সভাপতি চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সুদীপ কুমার পাল জাগো নিউজকে বলেন, ‘শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চালানো সম্ভব নয়। এজন্য ভর্তি ও আগামী ৩১ জুলাই অনুষ্ঠিতব্য ওরিয়েন্টেশন ক্লাস স্থগিত করা হয়েছ।’

এএএইচ/জেএইচ/এএসএম