ব্যারিকেড ভেঙে শাহবাগে কোটাবিরোধীদের অবস্থান
কোটাবিরোধী আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এর আগে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের তিন দিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে বাংলামোটর অভিমুখী রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে বেলা ৪টা থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অবস্থান নিয়ে দেখা যায়। এসময় শাহবাগ-বাংলা মোটর সংলগ্ন রোডে পুলিশ ব্যারিকেড দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
- আরও পড়ুন
চবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
কোটাবিরোধী আন্দোলনকে সরকারবিরোধী বানানোর চেষ্টায় বিএনপি
সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা ১৫ মিনিট), শাহবাগে শিক্ষার্থী ও পুলিশ উভয় পক্ষই অবস্থান নিয়ে আছে। উত্তেজনা আছে আশপাশের এলাকায়।
আরএএস/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ সাংস্কৃতিক আয়োজনে ছাত্র-জনতার আন্দোলনকে স্মরণ
- ২ লেজুড়বৃত্তিক শিক্ষক রাজনীতির স্থান যেন ক্যাম্পাসে না হয়: সারজিস
- ৩ রোববার ঢাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি করবে ছাত্রদল
- ৪ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ডাস্টবিন স্থাপন
- ৫ পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতে গাছে মাটির হাঁড়ি জাবি ছাত্রদলের