এআইইউবিতে জাপানি ভাষার দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেএলপিটি) অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুলাই) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জাপান ফাউন্ডেশনের মাধ্যমে বছরে দুবার বিশ্বব্যাপী জেএলপিটি অনুষ্ঠিত হয়। প্রতি বছর বাংলাদেশে জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (জুয়াব) এবং জাপান দূতাবাস যৌথভাবে এই পরীক্ষার আয়োজন করে থাকে।
বাংলাদেশে এ বছর জেএলপি টেস্টের সময় ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা, জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, সচিব প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, অন্যান্য ইসি সদস্য এবং আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।
- আরও পড়ুন
- এআইইউবিতে স্থাপত্য সপ্তাহ অনুষ্ঠিত
এ সময় ইউজিসি চেয়ারম্যান (ইনচার্জ) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর জেএলপি টেস্টের পরীক্ষার হল পরিদর্শন করেন। এআইইউবি’র পক্ষে পরীক্ষার সমন্বয় করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুর রহমান এবং এআইইউবিতে পরীক্ষা কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জুয়াবের সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল।
বাংলাদেশে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত জেএলপি টেস্টে ১০ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইএ/জিকেএস