ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

দুই ঘণ্টা পর সচল ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৮ জুলাই ২০২৪

দুই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার পর রেল চলাচল শুরু হয়।

এর আগে সোমবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় সংলগ্ন এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় তারা ঢাকা থেকে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে দেন। পরে বিকেল সোয়া ৩টায় অবরোধ তুলে নেওয়া হলে ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

এর আগে শিক্ষার্থীরা দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন সংলগ্ন মুক্তমঞ্চের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সেখান থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি বাকৃবির কে. আর মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন ঘুরে জব্বারের মোড়ে গিয়ে শেষ হয়। এরপর রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বাংলা ব্লকেড কর্মসূচি আগামীকালও অব্যাহত থাকবে। যতদিন দাবি মানা না হবে ততদিন আন্দোলন চলবে।

আসিফ ইকবাল/জেডএইচ/এমএস