ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

কোটা বাতিলের দাবি

কুড়িগ্রাম-পঞ্চগড় সড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৬ জুলাই ২০২৪

পুলিশের বাধা উপেক্ষা করে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে তিন ঘণ্টা কুড়িগ্রাম-পঞ্চগড় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বিক্ষোভ শুরু হয়। এরপর একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পার্কের মোড় হয়ে কুড়িগ্রাম-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে।

এসময় শিক্ষার্থীরা ‘কোটা প্রথা-মানি না মানবো না’, ‘কোটা প্রথা বাতিল কর-করতে হবে’, ‘মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’- এমন স্লোগান দিতে থাকেন।

কুড়িগ্রাম-পঞ্চগড় সড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের

এরপর সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকের হোসেন বলেন, ‘আমাদের ওপর হাইকোর্ট যে রায় চাপিয়ে দিয়েছেন আমরা সেই রায় মানি না। যারা কোটাধারী মেধাবী পরিচয় দিতে চান, তাদের বলতে চাই, এই পরিচয় খুবই লজ্জার। কোনো বৈষম্যহীন রাষ্ট্রে ৫৬ শতাংশ কোটা থাকতে পারে না। তীব্র আন্দোলনের মুখে সরকার যেখানে কোটা পদ্ধতি বাতিল করেছিল হাইকোর্ট কেন সেই কোটাকে আবার পুনর্বহাল করলো আমরা জানি না। সরকারের সিদ্ধান্তকে হাইকোর্ট বাতিল করেছেন। আমরা চাইবো সরকারের পক্ষ থেকে যেন আপিল বিভাগে আপিল করা হয়, নয়তো আন্দোলন চলবে। আমরা রাজপথ ছাড়বো না।

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন, এ বৈষম্য আমরা কখনো মানবো না। ২০১৮ সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার সে সময় কোটা পদ্ধতি বাতিল করে। কিন্তু আজকে হাইকোর্ট সেই কোটা পুনর্বহাল করেছেন। হাইকোর্টের রায়কে প্রত্যাখ্যান করছি।

জেডএইচ/এমএস