কোটা সংস্কার আন্দোলন
এক ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
দীর্ঘ এক ঘণ্টা অবস্থানের পর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) বিকেল পৌনে ৫টায় অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এর আগে বিকেল পৌনে ৪টায় শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
এক ঘণ্টা অবরোধের পর শিক্ষার্থীরা তাদের আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, তারা আগামীকাল দুপুর ২টায় অবস্থান কর্মসূচি পালন করবেন।
আরও পড়ুন
- কোটা সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের
- কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
- কোটা বাতিলের প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ফের ঢাবিতে বিক্ষোভ
অবরোধ তুলে নেওয়ার পর শিক্ষার্থীরা পুনরায় পদযাত্রা শুরু করেন। পদযাত্রা নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেন। সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য ঘুরে পথযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়।
এ প্রতিবেদন লেখার সময় তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছিলেন। শিক্ষার্থীরা লাইব্রেরি খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এমএইচএ/বিএ/এমএস