ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

হাবিপ্রবিতে রোববার থেকে ভর্তি কার্যক্রম শুরু

প্রকাশিত: ১১:৪৫ এএম, ২০ ডিসেম্বর ২০১৪

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম আগামী ২১ ডিসেম্বর হতে শুরু হবে, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

দিনাজপুর হাবিপ্রবি’র জনসংযোগ কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান, চলতি বছর অনুষ্ঠিত অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর মেধাক্রমে ফলাফল প্রকাশ করা হয়েছে। ওই ফলাফলের ভিত্তিতেই আগামী ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

ইউনিট অনুযায়ী ভর্তির তারিখ-
‘এ’ এবং ‘ডি’ ইউনিটের মেধা তালিকায় উত্তীর্ণদের ভর্তির তারিখ ২১ ডিসেম্বর রোববার, ‘বি’, ও ‘সি’ ইউনিটের মেধাতালিকায় উর্ত্তীর্ণদের ভর্তির তারিখ ২২ ডিসেম্বর সোমবার, ‘ই’ ও ‘এফ’ ইউনিটের মেধাতালিকায় উর্ত্তীর্ণদের ভর্তির তারিখ ২৩ ডিসেম্বর মঙ্গলবার। ‘এ’ ও ‘ডি’ ইউনিটে অপেক্ষামান তালিকা হতে ভর্তি ২৪ ডিসেম্বর বুধবার, ‘বি’ ও ‘সি’ ইউনিটের অপেক্ষামান তালিকা হতে ভর্তি ২৮ ডিসেম্বর রোববার এবং ‘ই’ ও ‘এফ’ ইউনিটের অপেক্ষামান তালিকা হতে ভর্তি ২৯ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে।

মেধা তালিকায় ভর্তির জন্য সকল ছাত্র-ছাত্রীদের ভর্তির দিনে সকাল ১১ টার মধ্যে পছন্দক্রম ফরম জমা প্রদান করতে হবে এবং অপেক্ষামান তালিকায় ভর্তির জন্য সকল ছাত্র-ছাত্রীদের পছন্দক্রম ফরমসহ সকাল ১১ টার মধ্যে রিপোর্ট প্রদান করতে হবে। রিপোর্টকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে হতে ইউনিট অনুযায়ী শুন্য আসনে ঐ দিনেই ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো হবে।