ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ক্যানসারে আক্রান্ত জবির শিক্ষক শিল্পী খানমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৭ মে ২০২৪

বোন ম্যারো ক্যানসারে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের অধ্যাপক শিল্পী খানম মারা গেছেন।

রোববার (২৬ মে) বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শাহ মো. আরিফুল আবেদ।

জানা গেছে, গত আড়াই বছর আগে ক্যানসার ধরা পড়ে অধ্যাপক শিল্পী খানমের। দেশে কিছুদিন চিকিৎসার পর তাকে নেওয়া হয় ভারতে। সেখানে টাটা মেমোরিয়াল হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসা শেষে ফিরে আসেন তিনি। এরপর অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার রাতে অধ্যাপক শিল্পী খানমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলা বিভাগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরএএস/জেএইচ/জেআইএম