ঢাবিতে বিষমুক্ত মৌসুমি ফলের দাবিতে মানববন্ধন
মৌসুমি ফলসহ সব ধরনের ফলমূলকে বিষমুক্ত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করেছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা)।
শনিবার (১৮ মে) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রকৌশলী আবদুস সোবহান বলেন, খাদ্যে প্রচুর ভেজাল মেশানো হয়। অতি মুনাফার জন্য উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত ভেজাল মেশানো হচ্ছে। বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে। কিন্তু মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে সরকারের জনবল তুলনামূলক অনেক কম।
তিনি বলেন, আজ খাদ্যে ভেজালের কারণে সব বয়সী মানুষের লিভার ও কিডনির জটিলতা বাড়ছে। এখনই নজর না দিলে তা ভয়াবহ রূপ নিতে পারে। এক্ষেত্রে সবার আগে ব্যবসায়ীদের সৎ হতে হবে।
আইনের কঠিন প্রয়োগের মাধ্যমে খাদ্য ভেজালমুক্ত করতে হবে বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সাবেক সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, মানবদেহে খনিজ পর্দাথ পূরণের জন্য যা দরকার তার মধ্যে ফলমূল অন্যতম। কিন্তু দুঃখের বিষয়, ফলমূলেও ক্ষতিকর রাসানয়িক পদার্থ মেশানো হচ্ছে। যার কারণে অনেকে অসুস্থ অকালমৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এটি অপরাধের শামিল। এই ভয়ংকর অবস্থা থেকে পরিত্রাণ পেতে সরকারি, বেসরকারি সংগঠনসহ সাধারণ মানুষের সচেতন হতে হবে।
পরিবেশকর্মী সানোয়ারুল হক সানি বলেন, আমরা আজ যে ফলমূল খাচ্ছি তার বেশিরভাগই ভেজাল। কৃষক পর্যায় থেকে শুরু করে বিপণন পর্যন্ত বিভিন্ন ফলমূলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছে। এতে সরকারের পর্যাপ্ত নজরদারি নেই।
মানববন্ধনে বিভিন্ন সংগঠনের পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
হাসান আলী/এমকেআর/এমএস