ইসলামী বিশ্ববিদ্যালয়
বিরল রোগে মারা গেলেন ব্যাচের ফার্স্ট গার্ল সামিয়া
বিরল ভাসকুলাইটিস রোগে আক্রান্ত হয়ে সামিয়া আক্তার ফুল নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. সজীব আলী বিষয়টি নিশ্চিত করেন।
সহপাঠীরা জানান, ফুল তার ব্যাচের বিভাগীয় পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল করে মেধা তালিকায় প্রথম হন। তার বাড়ি পাবনায়। ২০২০ সালে বিরল এ রোগে আক্রান্ত হন তিনি। পরে এক বছর চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়েছিলেন। কিন্তু ছয়মাস আগে আবারও অসুস্থ হয়ে পড়েন। গত রমজানে অতিরিক্ত অসুস্থ হয়ে পড়লে প্রতিটা অঙ্গে সমস্যা দেখা দেয়। মৃত্যুর আগে কিডনি ও হার্টে সমস্যা, কফের সঙ্গে রক্ত আসাসহ নানা জটিলতায় ভুগছিলেন।
গণিত বিভাগের সভাপতি ড. সজীব বলেন, ‘বেশ কিছুদিন আগে মেয়েটি অসুস্থ থাকায় আমার কাছ থেকে ছুটি নিয়েছিল। তবে আজ তার মৃত্যু সংবাদ শুনতে হবে, এটা প্রস্তুত ছিলাম না। আমরা বিভাগের সবাই তার জন্য শোকাহত। সে ওই ব্যাচের ফাস্ট গার্ল ছিল।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তবে কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমরা তার জানাজায় অংশ নিতে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিকেলে একটি বাসে করে শিক্ষক-শিক্ষার্থীরা রওয়ানা দেবো। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’
বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. পারভেজ হাসান জাগো নিউজকে বলেন, ভাসকুলাইটিস বিরল প্রকৃতির রোগ। এ রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ রাখা যায় কিন্তু পুরোপুরি রোগ নিরাময় করা যায় না বললেই চলে। সাধারণত ইমিউনিটি সিস্টেমের দুর্বলতা থেকে এ রোগ হয়ে থাকে। এ রোগে আক্রান্ত হলে রক্তনালী মোটা হয়ে যায়। এতে রক্ত চলাচলের পথ সরু হয়ে যায়। একে রক্তনালীর প্রদাহ বলা হয়। ফলে পর্যাপ্ত রক্ত সঞ্চালন না হওয়ায় শরীরের বিভিন্ন অঙ্গ ধীরে ধীরে অকার্যকর হয়ে যায়।
মুনজুরুল ইসলাম/এসআর/এএসএম