ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

গণহত্যা দিবস স্মরণে জবিতে প্রদীপ প্রজ্বলন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪৮ পিএম, ২৫ মার্চ ২০২৪

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের গণহত্যার স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মোমবাতি প্রজ্বলন ও ক্যাম্পাস এক মিনিটের জন্য অন্ধকারাচ্ছন্ন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরীর নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা বিশালাকৃতির স্ক্রল পেইন্টিং অংকন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন, চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগের (ড্রইং ও পেইন্টিং বিভাগ, প্রিন্ট মেকিং বিভাগ এবং ভাস্কর্য বিভাগ) চেয়ারম্যানরা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরএএস/জেডএইচ/