ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবিতে স্পেসভার্স উৎসব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির উদ্যোগে দিনব্যাপী স্পেসভার্স ১.০ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই উৎসব হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য স্পেসভার্স ১.০ উৎসব আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ক্ষুদে শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানে নিজেদের সমৃদ্ধ করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করবে।

তিনি বলেন, যে জাতির জ্ঞান-বিজ্ঞানে নিজস্ব উদ্ভাবন রয়েছে সে জাতিই বিশ্বে সব ক্ষেত্রে নেতৃত্ব দেয়। আমাদের শিক্ষার্থীরা মৌলিক গবেষণা ও নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে নেতৃত্বের আসনে আসীন করবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইটি সোসাইটির সভাপতি মোহাইমিনুল হক মীম। সংগঠনটির সাধারণ সম্পাদক নিয়াজ উদ্দীন ভূঁইয়া নবীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন আইটি সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া এবং উপদেষ্টা অধ্যাপক ড. কাজী মোহাইমিন আস সাকিব।

দিনব্যাপী উৎসবে মহাকাশ ও মহাকাশ অর্থনীতি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ডেমো রকেট বানানোর ওপর কর্মশালা এবং প্রথমবারের মতো ওয়াটার রকেট উৎক্ষেপণ করা হয়।

এনএস/কেএসআর/এমএস