ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবিতে চার দিনব্যাপী বইমেলা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাজশাহী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় নবজাগরণ ফাউন্ডেশনের আয়োজিত মেলার উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. তারিকুল হাসান ও প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মনিমুল হক ও অধ্যাপক ড. ফারহাত তাসনিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে আয়োজক কমিটির আহ্বায়ক মো. মনারুল ইসলাম বুলেট বলেন, চিন্তাশক্তির বিকাশ ও তরুণদের মধ্যে সাহিত্য চেতনা জাগ্রত করতে এ উৎসবের আয়োজন। উৎসব থেকে অর্জিত মুনাফা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য ব্যয় করা হবে।

২০১২ সাল থেকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে নবজাগরণ ফাউন্ডেশন। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মান উন্নয়ন ও সামাজিক উন্নয়নে সহায়তামূলক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে শিক্ষাক্ষেত্রে উৎসাহী করছে।

মনির হোসেন মাহিন/আরএইচ/জিকেএস