ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবির মূল ফটকে বাস-অটোরিকশা সংঘর্ষ, রুয়েট শিক্ষার্থীসহ আহত ২

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাজশাহী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১০:১৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মূল ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে বাস-অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। এঘটনায় অটোরিকশার ড্রাইভারসহ রুয়েটের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ভর্তি করেন স্থানীয়রা।

আহতরা হলেন, রাজশাহী মহানগর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকাট মামুন হোসেনের ছেলে মুন্না মিয়া (৩১)। অন্যদিকে নওগাঁ জেলার সাপাহার থানার কুঁচিনদা গ্রামের আলমের ছেলে সোহেল (২২)। তিনি রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অটোরিকশাটি শহরের তালাইমারির দিকে আর বিপরীত দিক থেকে রাজশাহী টু বাঘা মামুন নামের বাসটি ঢাকার পথে যাচ্ছিলো। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও কাজলা গেইটের মধ্যবর্তী স্থানে একটি মোটরসাইকেল বাসের সামনে চলে আসলে বাসের ড্রাইভার নিয়ন্ত্রণ করতে গিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশার ড্রাইভারসহ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোহেল নামের এক শিক্ষার্থীকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রামেকের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ বলেন, বিষয়টি শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। আহতদের রামেকে পাঠানো হয়েছে। এছাড়া বাসটিকে আমরা আমাদের হেফাজতে রেখেছি। এ ঘটনায় যারা আহত হয়েছে তারা অভিযোগ জানালে আমরা যথাযথ ব্যবস্থা নিবো।

মনির হোসেন মাহিন/এনআইবি/এমএস