ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

আইইউবিএটির প্রতিষ্ঠাবার্ষিকীতে সেমিনার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বাকৃবি | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড এগ্রিকালচার টেকনোলজির (আইইউবিএটি) প্রতিষ্ঠাবাষির্কীতে ‘স্মার্ট কৃষি: সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) পরিচালক কৃষিবিদ ড. সুরজিত সাহা রায়, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কৃষিবিদ ড. মো. আব্দুল বারী, মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) কার্যনির্বাহী সদস্য কৃষিবিদ ড. সৈয়দ আরিফ আজাদ উপস্থিত ছিলেন।সময় কৃষির আধুনিকায়ন ও মাঠ পর্যায়ে কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়া যাবে বলে জানিয়েছেন এআইএসের পরিচালক।

এআইএসের পরিচালক ড. সুরজিত সাহা রায় বলেন, ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বাংলাদেশ চাল উৎপাদনে বিশ্বে তৃতীয়। পরপর চারবার আমরা এ অবস্থান ধরে রেখেছি। মাছ, মাংস, ডিম, দুধ, সবজি, ভুট্টা উৎপাদন বহুগুণ বাড়িয়েছি। গতানুগতিক কৃষি চাষাবাদ ব্যবস্থা থেকে বেরিয়ে প্রযুক্তির ব্যবহারই দেশকে এ বিস্ময়কর সাফল্য এনে দিয়েছে।

আরএইচ/