ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবিতে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জবি ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ ঘটনায় ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জবি ছাত্রদলের নেতারা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মুরগীটোলা মোড়ে এসে শেষ হয় মিছিল। এতে অংশ নেন জবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, নারী ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা মানিকের উত্তরসূরি জাবি ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর গং কর্তৃক নারী ধর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুক্তচিন্তার আবাসভূমি। ক্যাম্পাসের হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ শুধু জাবি ক্যাম্পাসকে অপবিত্র করেনি, বরং দেশের আপামর ছাত্রসমাজের মুখে চুনকালি মেখে দিয়েছে। জবি ছাত্রদল অবিলম্বে এই সন্ত্রাসী ও ধর্ষক সংগঠন ছাত্রলীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানাচ্ছি। একই সঙ্গে জাবিতে ধর্ষণে জড়িত ও দায়ী সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ রাখা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। নারী ধর্ষণের সেঞ্চুরি উদযাপন, পালাক্রমে ধর্ষণের মতো জঘন্য কাজ ছাত্রলীগ কর্তৃকই সম্ভব। অবিলম্বে এই সন্ত্রাসী ও ধর্ষকদের সংগঠন ছাত্রলীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানাই।’

আরএএস/কেএসআর/জিকেএস