ভোট বর্জনের দাবিতে অবস্থান
‘মানসিক ভারসাম্যহীন’ বলে শিক্ষার্থীকে নিয়ে গেলো পরিবার-প্রশাসন
৭ জানুয়ারির নির্বাচন বর্জন, সার্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠা ও নির্দলীয় সরকার গঠনসহ চার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে নিয়ে গেছেন পরিবার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরা।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন ইংরেজি সাহিত্য বিভাগের ছাত্র আকাশ বিশ্বাস। রাত ৯টার দিকে পরিবারের লোকজন তাকে অবস্থান কর্মসূচি থেকে নিয়ে যান।
আরও পড়ুন>> নির্বাচন বর্জনসহ চার দাবিতে ঢাবি শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি
আকাশের মামা ড. তন্ময় বলেন, তার (আকাশ) কিছু মানসিক সমস্যা আছে। এক বছরেরও বেশি সময় ধরে আমরা তার চিকিৎসা করছি। আজ আমি হঠাৎ করেই জানতে পারি আকাশ বিশ্ববিদ্যালয়ে একাই অবস্থান কর্মসূচি পালন করছেন। তার অবস্থানের খবর বাড়িতে জানাজানি হলে তার বাবা অসুস্থ হয়ে পড়েন।
এ বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, ছেলেটা নন-রেসিডেন্ট। মামার সঙ্গে ঢাকায় একটি বাসায় থাকেন। আমি তার বাবার সঙ্গে যোগাযোগ করলে তিনি আকাশের মানসিক ভারসাম্যহীনতার কথা আমাকে জানান। এরপর তার মামা ৯টার দিকে এসে তাকে নিয়ে যান।
তবে এ বিষয়ে অবস্থানরত শিক্ষার্থীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আল সাদী ভূঁইয়া/ইএ