ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবির সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. আশরাফুল আলম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জগন্নাথ বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর ব্যক্তিগত কারণে বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(৩) ধারা অনুযায়ী ড. মো. আশরাফুল আলমকে তিন বছরের জন্য বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় থেকে এ দায়িত্ব আমাকে দিয়েছে। আমি চেষ্টা করবো আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে। আমার বিভাগের শিক্ষার্থীদের নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চাই, তারা যেন তাদের কর্মক্ষেত্রের সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে সে ব্যবস্থা করবো। সবার সহযোগিতা কাম্য।

আরএ/বিএ/জিকেএস