ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়

মাসিক ২০০ ও ১৫০ টাকা হারে বৃত্তি পাবেন ৫০০ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইবি | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

একাডেমিকভাবে ভালো ফলাফল করা ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। এরই মধ্যে বৃত্তির টাকা পেতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অগ্রণী ব্যাংক ইবি শাখায় সঞ্চয়ী হিসাব খোলার এবং সেই হিসাব নম্বর উল্লেখ করে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) বরাবর আবেদনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ফলাফলের ওপর দ্বিতীয় বর্ষের বৃত্তি, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের ফলাফলের ওপর তৃতীয় বর্ষের এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের ফলাফলের ওপর চতুর্থ বর্ষের বৃত্তি দেওয়া হবে।

বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের আগামী ১৮ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় রক্ষিত বৃত্তির বিলে ১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প দিয়ে বিভাগের সভাপতির সুপারিশের মাধ্যমে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। বৃত্তির টাকা পেতে অগ্রণী ব্যাংক ইবি শাখায় অবশ্যই সঞ্চয়ী হিসাব খুলতে হবে। ব্যাংকের দেওয়া হিসাব নম্বর আবেদনে উল্লেখ করতে হবে।

বৃত্তি শাখা সূত্রে জানা যায়, মোট ৩৪টি বিভাগে স্নাতকে অধ্যয়নরত উল্লেখিত শিক্ষাবর্ষের প্রতি সেশনে পাঁচজনকে বৃত্তি দেওয়া হবে। এরমধ্যে প্রথম দুজনকে মেধাবৃত্তি এবং পরবর্তী তিনজনকে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। চলতি বছর মনোনীত ৫০০ শিক্ষার্থীর মধ্যে ২০০ জন মেধাবৃত্তি ও ৩০০ জন শিক্ষার্থী সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পাবেন।

মেধাবৃত্তি ক্যাটাগরিতে প্রতিমাসে ২০০ টাকা হারে বছরে মোট ২৪০০ টাকা এবং সাধারণ ক্যাটাগরিতে প্রতিমাসে ১৫০ টাকা হারে বছরে ১৮০০ টাকা দেওয়া হবে। সে হিসেবে চলতি বছর মোট ১০ লাখ ২০ হাজার টাকা সমপরিমাণ বৃত্তি দেওয়া হবে।

এরই মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা নিজ নিজ বিভাগে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে বৃত্তি শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) হেলাল উদ্দিন বলেন, ৩৪টি বিভাগ থেকে ৫০০ শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে। নতুন দুটি বিভাগ এ ফলাফলের আওতায় আসেনি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বৃত্তি ফান্ড থেকে এ অর্থ দেওয়া হবে।

রুমি নোমান/এসআর/এএসএম