ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

সহকারী জজ নিয়োগ পরীক্ষা

রাবির এক ব্যাচ থেকেই ১০ শিক্ষার্থীর বাজিমাত, মোট উত্তীর্ণ ২১

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাবি | প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

সহকারী জজ পদে ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে চমক দেখিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থীরা। বিভাগটি থেকে মোট ২১ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

শুধু তাই নয়, পরীক্ষায় প্রথম হয়েছেন নুসরাত জেরিন জেনি। এ নিয়ে টানা চারবার মেধাতালিকায় প্রথম হলেন রাবি শিক্ষার্থী। এরআগে তিনবার রাবি থেকে মেধাতালিকায় প্রথম হন।

প্রথম হওয়া নুসরাত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী। তার এখনো মাস্টার্স শেষ হয়নি। একই ব্যাচ থেকে আরও ৯ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এছাড়া ৩৯তম ব্যাচ থেকে পাঁচজন এবং অন্যান্য ব্যাচ থেকে ছয়জন ছয়জন উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুন: সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন নুসরাত

রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ ২১ জনের নাম নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

শিক্ষার্থীদের এমন সাফল্যে গর্বিত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান।

তিনি জাগো নিউজকে বলেন, টানা চতুর্থবারের মতো এবারও বিজেএস পরীক্ষায় আমার বিভাগের শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করেছে। এটা সত্যিই গর্বের। এছাড়া এক ব্যাচ থেকেই ১০ জন উত্তীর্ণ হওয়াটা আনন্দের। আইন পেশায় আমি সবার সাফল্য কামনা করি।

মনির হোসেন মাহিন/এসআর/এএসএম