ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শাহবাগে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৫

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ১২:২২ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর শাহবাগে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এতে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি ছাত্রদলের।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাদির শাহ পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক রেজোয়ান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরিফ প্রধান, বিজয় একাত্তর হলের সভাপতি মো. সোহেল রানা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক আল আমিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাদুঘরের সামনে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন ছাত্রদলের নেতারা। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিক থেকে হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা এসে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন।

ছাত্রদলের বিজয় একাত্তর হলের সভাপতি সোহেল রানা জাগো নিউজকে বলেন, আমরা ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ১৩-১৪টি মোটরসাইকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে। এ সময় আমাদের বেশ কয়েকজন আহত হন। আমাকেও তারা গালে ও মুখে আঘাত করে। দ্রুতই সব ঘটে যাওয়ায় আমরা কাউকে চিনতে পারিনি। তবে কয়েকজনের গায়ে এফ রহমান হলের নাম লেখা জার্সি ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল জাগো নিউজকে বলেন, আমাদের আড্ডারত নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর তীব্র নিন্দা জানায়। আমরা ছাত্রলীগকে বলতে চাই, এরকম চোরাগোপ্তা হামলা বন্ধ করুন। এর পরিণতি কোনোভাবেই ভালো হবে না।

হামলাকারীরা প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা যায়। তবে এ অভিযোগ নাকচ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তিনি জাগো নিউজকে বলেন, আমাদের কোনো নেতাকর্মী এ হামলার সঙ্গে জড়িত নয়।

আল সাদী ভূঁইয়া/এসজে