ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বৃষ্টিতে ভিজে আন্দোলনে ৭ কলেজের শিক্ষার্থীরা

ক্যাম্পাস প্রতিবেদক | ঢাকা কলেজ | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২২ আগস্ট ২০২৩

সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের একদফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন সাত সরকারি কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ৷তবে অবরোধ কর্মসূচির মধ্যে বৃষ্টি হানা দিলেও ভিজেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিটে নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি হানা দেয়। এসম অবরোধ কর্মসূচিতে অনড় থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের। বৃষ্টিতে ভিজেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষাজীবন শেষ হয়ে যাচ্ছে। আন্দোলন করে দাবি আদয় ছাড়া কোনো উপায় নেই। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন আমরা অব্যাহত রাখবো। নীলক্ষেত মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা। দাবি না মানলে আমরণ অনশনের সিদ্ধান্ত জানান তারা। সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবারও নীলক্ষেত মোড় অবরোধ করলেন শিক্ষার্থীরা। একদফা দাবি নিয়ে গত কয়েক মাসে বেশ কয়েকবার নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।

নাহিদ হাসান/এমআইএইচএস/জিকেএস