ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

এক দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

ক্যাম্পাস প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২২ আগস্ট ২০২৩

সিজিপিএ’র শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে আবারও নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর ১২ টা ৪০ মিনিটে নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা ৷

jagonews24

দাবি না মানলে গত রোববার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আজ নীলক্ষেত মোড় অবরোধ করলো শিক্ষার্থীরা৷ এই একদফা দাবি নিয়ে গত কয়েকমাসে বেশ কয়েকবার নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা৷

jagonews24

শিক্ষার্থীরা বলছে, দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে তারা৷ প্রশাসন দাবি না মানায় বারবার তারা রাস্তা অবরোধের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন৷

নাহিদ হাসান/জেএইচ/এমএস