ডেঙ্গুর প্রকোপ
মশা নিধনে এখনো ব্যবস্থা নেয়নি চবি
সন্ধ্যা হলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মশার উৎপাত বেড়ে যায়। ড্রেনে জমে থাকা পানি এবং অসংখ্য ঝোপঝাড়ের কারণে এখানে মশার প্রকোপ বেশি। তার ওপর যত্রতত্র ফেলে রাখা ময়লা নিয়মিত পরিষ্কারের অভাবে বেড়ে গেছে মশার আবাসস্থল।
এরমধ্যে চট্টগ্রাম নগরীতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। যার প্রভাব পড়তে পারে বিশ্ববিদ্যালয়েও। তাই শিক্ষার্থীদের মাঝেও বাড়ছে আতংক। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। তবে এতো কিছুর পরেও মশা নিধনে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ড্রেনে কিছু দূর পরপর জমে আছে পচা পানি। নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় মশার আবাসস্থলে পরিণত হয়েছে। এছাড়াও ঝুপড়ির পেছনের ময়লার ভাগাড়, হোটেলের পেছনের ময়লার স্তূপ, হলের আশপাশে জমে থাকা জমাট পানিতে জন্ম নিচ্ছে মশা। হলের অপরিচ্ছন্ন বাথরুম এবং খাবারের ডাইনিং থেকে ফেলা উচ্ছিষ্ট থেকেও জন্মাচ্ছে মশা।
আরও পড়ুন: এডিস মশা নিধনে কর্মসূচি গ্রহণের আহ্বান শিক্ষক সমিতির
বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বর, জিরো পয়েন্ট, শহীদ মিনার, লেডিস ঝুপড়ি, সেন্ট্রাল ফিল্ড এ আড্ডা দিতে বসা শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। তাছাড়া কলা ঝুপড়িতে দিনের বেলাতেও চলে মশার অত্যাচার। এদিকে মশার উপদ্রব ও ডেঙ্গুর ভয়াবহতা উল্লেখ করে গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এডিশ মশা নিধন কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি। তবে এখনো প্রশাসনকে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ছিটানো হয়নি মশার কোনো ওষুধ।
শেখ হাসিনা হলের শিক্ষার্থী সুস্মিতা বড়ুয়া জাগো নিউজকে জানান, রুমের পাশের পরিবেশ খুবই অপরিচ্ছন্ন। হল কর্তৃপক্ষের উদাসীনতায় নিয়মিত পরিষ্কার করা হয় না। অপরিষ্কার পরিবেশ থাকায় দিন দিন মশার উপদ্রব বেড়েই চলেছে। আগে রাতের বেলা এর উপদ্রব বেশি থাকতো। কিন্তু এখন দিনের বেলায়ও মশার যন্ত্রণায় রুমে থাকা যাচ্ছে না।
আমানত হলের শিক্ষার্থী অনুপম বলেন, কয়েক দিন আগে আমার রুমমেট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। হলে রাতে অনেক মশা কামড়ায়। হলের ওয়াশরুম গুলো খুবই নোংরা। পরিচ্ছন্ন কর্মীরা নিয়মিত পরিষ্কার করেন না। যার কারণে ময়লা পানি জমে থাকে। এছাড়া হলের আশপাশে যত্রতত্র ময়লা স্তূপ হয়ে জমে আছে। এসব জায়গা থেকেই জন্ম নিচ্ছে মশা। মশা তাড়াতে প্রশাসনকে সতর্কতামূলক কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি যা লজ্জার।
শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর নির্মল কুমার সাহা জাগো নিউজ কে বলেন, ওষুধের জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি। তারা দ্রুতই ব্যবস্থা নিবে। তবে হলের পক্ষ থেকে মশার উপদ্রব স্থলে আমরা কেরোসিন ছিটানোর সিদ্ধান্ত নিয়েছি।
হল অপরিচ্ছন্ন থাকা নিয়ে তিনি বলেন, হলে পরিচ্ছন্নতা কর্মী আছে মাত্র চারজন অথচ শিক্ষার্থী ৭০০ এর অধিক। এতো স্বল্প কর্মী দিয়ে পুরো হল নিয়মিত পরিষ্কার রাখা কষ্টকর। তারপরও যতটুকু করা যায় আমরা পরিষ্কার রাখার চেষ্টা করছি। আশাকরি পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ হয়ে গেলে এ সমস্যা থাকবে না।
এ ব্যাপারে চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার জাগো নিউজকে জানান, মশা নিধনে ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন। আপনি উনার সঙ্গে যোগাযোগ করুন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নূর আহমদ জানান, আমি মশা নিধনে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কয়েক দিন আগে চিঠি দিয়েছি। তবে এখনো ব্যবস্থা নেওয়া হয় নি। আমি এ ব্যাপারে আবার যোগাযোগ করবো।
বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব জাগো নিউজকে বলেন, মহামারি আকারে ছড়াচ্ছে ডেঙ্গু। যদিও মেডিকেলে এখনো ডেঙ্গু আক্রান্ত কোনো শিক্ষার্থী পাইনি। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দুজন পেয়েছিলাম। তবে প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে৷ চবিতে অতিরিক্ত বন-জঙ্গল, অপরিচ্ছন্ন ড্রেন, জমে থাকা পানির কারণে মশার বংশবিস্তার বেশি ঘটে। এগুলো পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদেরও সচেতন হতে হবে।
আহমেদ জুনাইদ/আরএইচ/জিকেএস
টাইমলাইন
- ১০:৩৭ এএম, ২৭ জুলাই ২০২৩ ডেঙ্গু নিধনে শাস্তির কোনো বিকল্প নেই: স্বাচিপ সভাপতি
- ১০:২৬ এএম, ২৭ জুলাই ২০২৩ ‘মহামারি ঘোষণা করতে নীতিনির্ধারকদের মধ্যে অজানা ভয় আছে’
- ১০:২৩ এএম, ২৭ জুলাই ২০২৩ পুলিশের ডাম্পিং ডেঙ্গুর বড় প্রজননস্থল: ইকবাল হাবিব
- ১০:০৪ এএম, ২৭ জুলাই ২০২৩ আগামী দুই মাস ডেঙ্গুর জন্য বেশ শঙ্কার: কবিরুল বাশার
- ০৯:৪৯ পিএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গুর বাড়বাড়ন্তে কয়েল-ক্রিম-স্প্রে ব্যবসায়ীদের পোয়াবারো
- ০৮:৪৯ পিএম, ২৬ জুলাই ২০২৩ কোরবানির ঈদের পর এলাকায় ঢোকেননি মশককর্মী
- ০৮:২৩ পিএম, ২৬ জুলাই ২০২৩ ‘রেজিট্যান্স ম্যাকানিজম বেড়ে মশা শক্তিশালী হয়ে উঠছে’
- ০৮:০৮ পিএম, ২৬ জুলাই ২০২৩ ‘পেঁপে পাতার রস খেলে প্লাটিলেট বাড়ে এটা প্রমাণিত না’
- ০৭:২১ পিএম, ২৬ জুলাই ২০২৩ অপ্রয়োজনীয়ভাবে প্লাটিলেট দেওয়া হচ্ছে ৯০ শতাংশ ডেঙ্গুরোগীর
- ০৬:৫৭ পিএম, ২৬ জুলাই ২০২৩ আক্রান্ত রোগীরাও স্বজনদের নিয়ে ছুটছেন হাসপাতালে
- ০৫:৫৪ পিএম, ২৬ জুলাই ২০২৩ পটুয়াখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ
- ০৫:৪০ পিএম, ২৬ জুলাই ২০২৩ লিফলেট-ব্যানারে সীমাবদ্ধ ডেঙ্গু প্রতিরোধ
- ০৫:১৫ পিএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গু নিয়ে হাইকোর্টে রিট: চার বছরেও নেই অগ্রগতি
- ০৫:০৩ পিএম, ২৬ জুলাই ২০২৩ বরিশালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২৮৪
- ০৪:৫৮ পিএম, ২৬ জুলাই ২০২৩ ‘ডেঙ্গুর শহর’ ঢাকা, জ্বর হলেই ছুট হাসপাতালে
- ০৪:৪১ পিএম, ২৬ জুলাই ২০২৩ পরিবেশ-চিকিৎসায় সন্তোষ, ঘাটতি জনবলের
- ০৪:১৮ পিএম, ২৬ জুলাই ২০২৩ মশা নিধনে এখনো ব্যবস্থা নেয়নি চবি
- ০৩:৫৫ পিএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডাবের দাম
- ০৩:৩৮ পিএম, ২৬ জুলাই ২০২৩ বাড্ডায় ঘরে ঘরে ডেঙ্গুরোগী, নিম্নবিত্তের ভরসা নাপা
- ০১:৫৪ পিএম, ২৬ জুলাই ২০২৩ ‘হাত খুলে দাও পার্কে যাবো’
- ০১:০৭ পিএম, ২৬ জুলাই ২০২৩ বেশি খরচে ডেঙ্গুর ‘ভালো’ চিকিৎসা, দিনে ৫ হাজার টাকা
- ১২:৫৮ পিএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গুতে প্রাণ গেলো ভিকারুননিসার আরও এক ছাত্রীর
- ১২:০৫ পিএম, ২৬ জুলাই ২০২৩ ব্লাড সেল সেপারেটর নেই, সেবা ব্যাহত
- ১১:২২ এএম, ২৬ জুলাই ২০২৩ ঢাকার দুই সিটির কর্মসূচি অনেক, ফলাফল ‘শূন্য’
- ১১:২০ এএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গুরোগীর চাপে বেসামাল মুগদা হাসপাতাল
- ১০:০৮ এএম, ২৬ জুলাই ২০২৩ গরমে মশারি টানাতে অনীহা রোগীদের
- ১০:০১ এএম, ২৬ জুলাই ২০২৩ প্রতি তিনজনে দুজন ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি
- ০৯:৫১ এএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গুতে মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রী যা বলেন
- ০৯:৩৫ এএম, ২৬ জুলাই ২০২৩ জামালপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ১৮ রোগী
- ০৯:১০ এএম, ২৬ জুলাই ২০২৩ বাংলাদেশ থেকে ভারতে যেতে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলকের দাবি
- ০৮:৫১ এএম, ২৬ জুলাই ২০২৩ জবিতে নাজুক ড্রেনেজ ব্যবস্থা, ডেঙ্গু আতঙ্ক
- ০৮:৪০ এএম, ২৬ জুলাই ২০২৩ ‘স্প্রে কইরা রাস্তার মশা খেদাইয়া বস্তিতে ঢুকাইছে’
- ০৮:৩০ এএম, ২৬ জুলাই ২০২৩ বিশ্বজুড়েই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
- ০৮:২০ এএম, ২৬ জুলাই ২০২৩ কমে গেছে আইভি স্যালাইনের মজুত, সংকটের আশঙ্কা
- ০৮:১৭ এএম, ২৬ জুলাই ২০২৩ হাসপাতালে আর্তনাদ, রক্তের জন্য হাহাকার
- ০৮:৫৫ পিএম, ২৫ জুলাই ২০২৩ চট্টগ্রামে মশার লার্ভা পাওয়ায় ৬ ভবন মালিকের জরিমানা
- ০৭:১৭ পিএম, ২৫ জুলাই ২০২৩ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২৪১৮ জন হাসপাতালে ভর্তি
- ০৭:১৫ পিএম, ২৫ জুলাই ২০২৩ ডেঙ্গুতে একদিনে ১৬ মৃত্যু, ২০০ ছাড়ালো প্রাণহানি
- ০৩:০৬ পিএম, ২৫ জুলাই ২০২৩ বরিশালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৩
- ০১:৩৫ পিএম, ২৫ জুলাই ২০২৩ ডেঙ্গুতে সিনিয়র সহকারী সচিবের মৃত্যু, ছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা