কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছে প্রতি আসনের জন্য লড়বেন ২৩ ভর্তিচ্ছু
দেশের গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৫ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। এবারের পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৩ ভর্তিচ্ছু। মঙ্গলবার (২৭ জুলাই) থেকে নেওয়া যাবে প্রবেশপত্র।
কেন্দ্রীয় কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. বদরুল ইসলাম জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এবছর কৃষি গুচ্ছে আবেদন পড়েছে ৮৪ হাজার ৫১টি। এদের মধ্যে আবেদন ফি পরিশোধ করেছে ৮১ হাজার ২১৯ জন ভর্তিচ্ছু। গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা তিন হাজার ৫৪৮টি। গতবারের চেয়ে আবেদন সংখ্যা বেড়েছে ২ হাজার ৭২টি, পাশাপাশি বেড়েছে ৯টি আসন। এ হিসাবে প্রতি আসনে লড়ছেন ২৩ শিক্ষার্থী।
এ বছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১১৬ আসন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৭৫ আসন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ আসন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩ আসন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫ আসন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ আসন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ আসন ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন আছে।
৫ আগস্ট চতুর্থ বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় দায়িত্ব পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। গতবছরের মতো এবারও আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তাসনিম আহমেদ তানিম/এসজে