ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

সাত কলেজে ভর্তি

কলেজ-বিষয় পছন্দে ইমেইল জটিলতা

ক্যাম্পাস প্রতিবেদক | ঢাকা কলেজ | প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৭ জুলাই ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটে ভর্তির জন্য কলেজ ও বিষয় পছন্দের আবেদনে ইমেলই নিশ্চিতে জটিলতা তৈরি হয়েছে। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ঢাবির কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

সোমবার (১৭ জুলাই) দুপুরে সাত কলেজের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটে ভর্তির জন্য বিষয় ও কলেজ পছন্দের আবেদনের পর ফিরতি ইমেইল জটিলতা নিয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানান তিনি।

অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর আরও বলেন, সাত কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী পাস করেছে তাদের কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ গতকাল ১৬ জুলাই বিকেল ৩টায় শুরু হয়েছে। চলবে ২৯ জুলাই পর্যন্ত। এর মধ্যে শুরুতে ইমেইল কনফারমেশন নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। শুরুর দিকে একসঙ্গে অনেক আবেদন শুরু হওয়ার কারণে কিছুটা চাপ পড়েছে।

তিনি বলেন, বিকেলের মধ্যে আরও ১০টি ইমেইল আইডি খোলা হচ্ছে। যেন এই সমস্যার সমাধান হয়ে যায়। যারা ফরম পূরণ করছে সবার তথ্যই পাচ্ছি। আবেদনকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর থেকে এসব কলেজের একাডেমিক সব কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে।

নাহিদ হাসান/এমআরএম/এএসএম