ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

আইনে পড়তে চান গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া সিজরাত

জেলা প্রতিনিধি , বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৪ মে ২০২৩

আইন বিভাগে পড়াশোনা করতে চান গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে প্রথম স্থান অর্জনকারী সিজরাত জাহান। তার প্রাপ্ত নম্বর ৯৩.২৫। প্রাথমিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

গুচ্ছ পদ্ধতিতে তৃতীয়বারের মতো ভর্তি পরীক্ষা শুরু হয়েছে গত ২০ মে। এতে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। ‘বি’ ইউনিটের পরীক্ষার চারদিনের মাথায় মঙ্গলবার (২৪ মে) রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এতে পাস করেছে ৫৬.৩২ শতাংশ শিক্ষার্থী। সর্বোচ্চ ৯৩.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সিজরাত জাহান।

সিজরাত জাহান কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পান। এর আগে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

সিজরাত জাহান জাগো নিউজকে বলেন, ইন্টারমিডিয়েটে অধ্যয়নকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য স্বপ্ন দেখি। আমার মা, বাবা ও শিক্ষকদের সহযোগিতায় সফলতার সঙ্গে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নিয়মিত পড়াশোনা শুরু করি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে সারাদিন যে পড়তে হবে তা নয়। নিয়মিত রুটিনমাফিক পড়াশোনা করতে হবে। একদিন সারাদিন পড়ে একদিন পড়াশোনা ছেড়ে দিলেন সেটা করা যাবে না। পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত পড়াশোনায় লেগে থাকতে হবে।

প্রথম হওয়ার অনুভূতি প্রকাশ করে সিজরাত জাহান বলেন, এটা সত্যিই আমার জন্য, আমার পরিবারের জন্য গর্বের বিষয়। প্রথম হওয়ার খবর শুনে অন্যরকম ভালোলাগা কাজ করেছে। প্রথমে বাবাকে, তারপর মাকে জানিয়েছি। আমার পরিশ্রম সার্থক হয়েছে।

সিজরাত আরও বলেন, আমার প্রথম লক্ষ্য ছিল ভালো নম্বর অর্জন করে উত্তীর্ণ হওয়া। প্রথম যে হবো সেটা ভাবিনি। এ সফলতার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। প্রথম সারির বিষয়ের মধ্যে আইন বিভাগে পড়ার আগ্রহটা বেশি। তবে ইংরেজিও আমার পছন্দের তালিকায় রয়েছে।

সিজরাতের বাড়ি কুড়িগ্রাম সদরের ঘোষপাড়া গ্রামে। ব্যবসায়ী বাদল আহমেদ ও গৃহিণী ফিরোজা আহমেদের তিন মেয়ের মধ্যে সবচেয়ে ছোট সিজরাত। সিজরাতের বড় বোন ইসরাত জাহান জ্যোতি ১৪তম জুডিশিয়ারি পরীক্ষায় সারাদেশে তৃতীয় স্থান অধিকার করে দিনাজপুরে কর্মরত। মেজো বোন নুসরাত জাহান জয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

সিজরাত জাহানের বাবা মো. বাদল মিয়া বলেন, আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া আমার মেয়ের পরিশ্রম বিফলে যায়নি। আমার মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই। সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে। তার ইচ্ছা আইন বিভাগে পড়াশোনা করা।

কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজার রহমান বলেন, সিজরাত আমাদের কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়। সে খুবই মেধাবী ও পরিশ্রমী মেয়ে। তার জীবনের সফলতা কামনা করি।

নাঈম আহমদ শুভ/ফজলু ফরাজী/এফএ/এমএস