ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা-প্রকাশনা মেলা অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৩

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) প্রথমবারের মতো দিনব্যাপী গবেষণা-প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এ মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আলম খান মেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বিশেষ অতিথির বক্তৃতা দেন।

প্রথমবারের মতো গবেষণা-প্রকাশনা মেলা সফলভাবে আয়োজনের ক্ষেত্রে গবেষণা সেলসহ সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি তৈরি এবং নতুন শতকে বিশ্ববিদ্যালয়কে যুগোপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে এ মেলা কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গবেষণা সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে ও সমাজকর্ম বিভাগের প্রভাষক তাইয়্যেবা তাবাসসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী রেজিস্ট্রার মো. আনিসুজ্জামান বক্তব্য দেন।

মেলায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগ ছাড়াও মাল্টিডিসিপ্লিনারি বিষয়ের শিক্ষক-গবেষকরা তাদের গবেষণা ও প্রকাশনা প্রদর্শন করেন। এসব গবেষণা-প্রকাশনা মূল্যায়ন শেষে পুরস্কৃত করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি

এসআর/এমএস