ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রোজাদারদের জন্য ছাত্রলীগ নেতার ‘মেহমানখানা’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ | প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০১ এপ্রিল ২০২৩

রমজান উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দ্বিতীয় গেটে ‘মেহমানখানা’ চালু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বুধবার (২৯ মার্চ) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম (রিয়েল সরকার) এ মেহমানখানার উদ্বোধন করেন।

রোজাদারদের জন্য ছাত্রলীগ নেতার ‘মেহমানখানা’

এ মেহমানখানা থেকে প্রতিদিন ৫০-৭০ জনকে ইফতার করানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থী, নিরাপত্তাকর্মীসহ আশপাশের যে কেউ এখান থেকে ইফতার সংগ্রহ করতে পারছেন।

যেসব রোজাদার বাইরে ইফতার করেন বা পথে ইফতার করতে বাধ্য হন, তাদের ইফতার করানোর উদ্দেশ্যেই উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানান মেহমানখানার সঙ্গে সংশ্লিষ্ট ছাত্রলীগ নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়েল সরকারের ব্যক্তিগত অর্থায়নে রমজানজুড়ে এ মেহমানখানা পরিচালনা করা হচ্ছে।

রোজাদারদের জন্য ছাত্রলীগ নেতার ‘মেহমানখানা’

ইফতার নিতে আসা রিকশাচালক বিল্লাল হোসেন বলেন, ‘ভালো ইফতার কিনতে ৫০-৬০ টাকা চইলা যায়। এইহানো বিনামূল্যে ইফতার পাইয়া ভালাই লাগতাছে। যারা দিছে তাগো শুকরিয়া।’

এ বিষয়ে ছাত্রলীগ নেতা রিয়েল সরকার বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল এ বছর ইফতার পার্টি না করা। তাই আমরা ইফতার পার্টি না করে আল্লাহর সন্তুষ্টির জন্য এই ক্ষুদ্র প্রয়াস হাতে নিয়েছি। ’

এসআর/জেআইএম