ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

সহপাঠীকে মারধর, ইবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৩ মার্চ ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেছেন সহপাঠীরা। সোমবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোহাম্মেদ হাসান জিসাদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সুপ্ত হাসান।

জানা গেছে, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় লেকে গোপনে ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের ভিডিও ধারণ করেন আকাশ নামে এক বহিরাগত। একপর্যায়ে শিক্ষার্থীরা তাকে ধরে ভিডিও ডিলিট করতে বলেন। এসময় কথাকাটাকাটি হলে আকাশ হুমকি দিয়ে বলেন, শেখপাড়া (বিশ্ববিদ্যালয়ের পাশের বাজার) গেলে দেখে নেবো। পরে জিসাদ ও আকাশ শেখপাড়া বাজারে গেলে তাদের ওপর অতর্কিত হামলা করেন স্থানীয়রা। তাদের উদ্ধার করে ইবি মেডিকেলে সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ঘটনা জানাজানি হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। এখনো আন্দোলন চলছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর জায়েদ বিপ্লব বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি শান্ত রাখার জন্য প্রস্তুত আছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বিষয়টি জেনেছি। পরিস্থিতি শান্ত রাখতে প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি।

রুমি নোমান/এমআরআর/এএসএম