ঢাকা কলেজ ৩ দিন বন্ধ ঘোষণা
ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের ত্রিমুখী সংঘর্ষের মধ্যেই তিনদিনের জন্য ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৫ মার্চ) বিকেলে অধ্যক্ষের কার্যালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে অনিবার্য কারণ দেখিয়ে একদিন, শুভ দোলযাত্রা ও পবিত্র শবেবরাত উপলক্ষে দুদিনসহ মোট তিনদিনের ছুটি ঘোষণা করা হয়।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত আগামী ৬ মার্চ কলেজের ক্লাসসমূহ স্থগিত থাকবে। এছাড়াও শুভ দোলযাত্রা উপলক্ষে ৭ মার্চ এবং পবিত্র শবেবরাত উপলক্ষে ৮ মার্চও কলেজের সব ক্লাস স্থগিত থাকবে।’
আরও পড়ুন>> ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
একই সঙ্গে ৮ মার্চ ব্যতীত উল্লেখিত অন্য তারিখে (৬ ও ৭ মার্চ) অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচি প্রকাশ করা সাত কলেজের সব পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে। তবে ঢাকা কলেজের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে।’
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি তিনতলা ভবনে বিস্ফোরণে এখনো স্বাভাবিক হয়নি ওই এলাকা। ভয়াবহ এই বিস্ফোরণের রেশ না কাটতেই সায়েন্সল্যাব এলাকায় তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত জানা গেছে।
আরও পড়ুন>> সায়েন্সল্যাবে বিস্ফোরণ: কেঁপে ওঠে আশপাশের এলাকাও
সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন মো. তাহসিন (১৮), মো. বাইজিদ (১৮) ও মইনুল ইসলাম (১৮)। তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী।
নাহিদ হাসান/জেআইএম