ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

১১ ডিসেম্বর ইবিতে ভর্তির সাক্ষাৎকার শুরু

প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ভর্তি প্রক্রিয়া ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার ১১টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হওয়া ভর্তি কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির পূর্ব ঘোষিত সিদ্ধান্ত বাতিল করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মতে, আগামী ১১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে সকল ইউনিটের সাক্ষাৎকার কার্যক্রম সম্পন্ন এবং ১১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে মেধা তালিকার ভর্তি সম্পন্ন করা হবে।

মেধা তালিকা হতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীরা ২৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ইউনিটভূক্ত বিভাগে আসন খালি থাকা সাপেক্ষে বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ১১ ডিসেম্বরের মধ্যে বিশেষ কোটায় ভর্তির আবেদন ফরম সংগ্রহ করে জমা দিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন- প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ইউনিট সমন্ময়কারীবৃন্দ, ভর্তি কমিটির অন্যান্য সদস্যরা।