ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি সালেহ, সম্পাদক মুক্তা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ | প্রকাশিত: ০৮:৩৯ এএম, ৩০ জানুয়ারি ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতি ক্লাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১০টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. নিশীথ কুমার।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ঐক্য থেকে ৯৯ ভোট পেয়ে সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সালেহ আহম্মেদ। সাধারণ সম্পাদক পদে ১০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ঐক্যের প্রার্থী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা।

আরও পড়ুন: শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ একাডেমিক কার্যক্রম, সেশনজটের আশঙ্কা

সহ সভাপতি পদে ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ঐক্যের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া। সমিতির যুগ্ম সম্পাদক পদে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ঐক্যের প্রার্থী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. বদরুল ইসলাম ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. গোলাম ফেরদৌস। প্রচার সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরিফুজ্জামান রাজিব। দপ্তর সম্পাদক পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সোলাইমান হোসেন মিন্টু নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবিতে এখনো ফাঁকা ২৫২ আসন

এ ছাড়া সমিতির ৮টি সদস্যপদে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ঐক্য ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আলী খান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মর্তুজা আহমেদ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড.সমীর চন্দ্র রায় এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ থেকে বঙ্গবন্ধু ইনিস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজের সহকারী অধ্যাপক সহকারী অধ্যাপক সোহানা সুলতানা, এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদি হাসান বাবু, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোছা. হুর-ই-জান্নাত নির্বাচিত হয়েছেন।

জেএস/জেআইএম