ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শাহজালাল বিশ্ববিদ্যালয়

কম্বল নিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের পাশে ‘স্বপ্নোত্থান’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট | প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

তৃতীয় লিঙ্গের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’।

বুধবার (১১ জানুয়ারি) সকালে সংগঠনের সহকারী প্রচার সম্পাদক নাফিস আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কম্বল নিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের পাশে ‘স্বপ্নোত্থান’

তিনি বলেন, স্বপ্নোত্থান সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সিলেটের আম্বরখানায় ৩০ জন অসহায় তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: ইউজিসি ফেলোশিপ পেলেন সহযোগী অধ্যাপক সামিউল

এ বিষয়ে স্বপ্নোত্থানের সভাপতি ধীমান দাস দিব্য বলেন, অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই প্রতিবারের মতো আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও আমরা আমাদের এ কাজের ধারা অব্যাহত রাখতে পারবো।

নাঈম আহমদ শুভ/জেএস/জেআইএম