বাংলা বিভাগের পুনর্মিলনে চবিতে উচ্ছ্বাসের উৎসব
শীতের সকাল। কুয়াশার মাঝে উঁকি দিচ্ছে রক্তিম সূর্য। ঘুম ঘুম চোখে প্রাণবন্ত পরিবেশ। সকলের মাঝে ছুটোছুটি, হই হুল্লোড়। কেউ খুঁজছেন পুরাতন বন্ধুকে, কেউবা প্রিয় আড্ডার জায়গা। কেউ আবার চাদর বিছিয়ে শুরু করে দিয়েছেন গানের আসর। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের পুনর্মিলনীতে।
শনিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় ৫ম বারের মতো আয়োজন করা হয় এই পুনর্মিলনীর। ‘আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসব আয়োজন করে বাংলা বিভাগের প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন ‘বাঙলা সম্মিলন’।
সকালে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে বিকেলে কবিতা আবৃত্তি, স্মৃতি কথন, গান, কৌতুক, অভিনয়সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ হাসান বলেন, আজকের এই মিলনমেলায় শরিক হয়ে খুবই ভালো লাগছে। আমি ও আমার স্ত্রী লাল ক্যাপ ও লাল ব্যাগের অনুভূতি ভাগাভাগি করে নিয়েছি। আমি একটি কলেজের অধ্যাপক। অনেক ব্যস্ততার মাঝেও অতীতের স্মৃতিচারণে আমি এসেছি।
১০ম ব্যাচের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, ক্যাম্পাসে যেকোনো মুহূর্তেই আসা আনন্দের। আর পুরাতন বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ মিললেতো কথাই নেই। তাই শত ব্যস্ততার মাঝেও চলে এসেছি। আড্ডা দিচ্ছি, গান গাইছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে যাত্রা শুরু করে বাংলা বিভাগ। বর্তমানে এই বিভাগের প্রাক্তণ শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থেকে দেশ ও জাতির সেবায় একনিষ্ঠভাবে নিয়জিত আছেন।
এফএ/জেআইএম