ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

এবার কমিটির দাবিতে বাঙলা কলেজ ছাত্রলীগের সড়ক অবরোধ

ক্যাম্পাস প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৭ এএম, ০৫ ডিসেম্বর ২০২২

কমিটির দাবিতে এবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজধানীর সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (৪ ডিসেম্বর) রাত ১১টায় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা বাঙলা কলেজের সামনের সড়ক অবরোধ করেন।

কলেজ ছাত্রলীগের একাধিক নেতাকর্মী জানান, রোববার রাত ১১টার দিকে কলেজ ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা কমিটির দাবিতে কলেজের সামনের সড়ক অবরোধ করেন। এসময় তারা কমিটির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে মিরপুর রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

jagonews24

নাম প্রকাশ না করে কলেজ ছাত্রলীগের এক নেতা বলেন, ছাত্রলীগের সাধারণ কর্মীরা কমিটির দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করছি। দীর্ঘ প্রায় আট বছর ধরে কমিটি নেই। এজন্য তারা আমাদের কথাও শুনছেন না। কেউ কারও কথায় শুনছেন না। ফলে কাউকে থামানো যাচ্ছে না।

বাঙলা কলেজ ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয়েছিল ২০১৪ সালের ৮ অক্টোবর। এরপর ২০১৬ সালে সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসেন বাঙলা কলেজ ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করেন।

২০১৯ সালের ২১ মার্চ মাস তৎকালীন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর আর কোনো কমিটি পায়নি বাঙলা কলেজ ছাত্রলীগ।

নাহিদ হাসান/এএএইচ