ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

অনুষদ-বিভাগে নতুন কমিটি ঘিরে উজ্জীবিত জবি ছাত্রলীগ

জেলা প্রতিনিধি | জবি | প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৩ ডিসেম্বর ২০২২

দীর্ঘ সাত বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের অনুষদ ও বিভাগভিত্তিক পূর্নাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সম্পন্ন হয়েছে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহের কাজ। সর্বশেষ তথ্য অনুযায়ী, এরই মধ্যে ১৬টি বিভাগের কমিটি ঘোষিত হয়েছে। অন্যান্য বিভাগের কমিটি দেওয়ার কাজও শিগগির সমাপ্ত হবে বলে জানা যায়।

কমিটি গঠন নিয়ে শাখা ছাত্রলীগ কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। ক্যাম্পাসে দিনভর ছাত্রলীগের কক্ষের সামনে ভিড় করছেন পদপ্রত্যাশী নেতাকর্মীরা। নেতাদের চাওয়া- দৌড়ঝাঁপে নয়, সংগঠনের সব ধরনের পরিস্থিতিতে যারা শক্ত হাতে হাল ধরে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন, তারাই নেতৃত্বে আসুক।

সূত্রে জানা যায়, অনুষদ ও বিভাগভিত্তিক কমিটির নেতৃত্বের ক্ষেত্রে পদপ্রার্থীদের পারিবারিক রাজনৈতিক চেতনা, তার মেধা-বিনয় ও বিভাগ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নেতাকর্মী নির্বাচন করা হচ্ছে। এর আগে ২০১৪ সালে সর্বশেষ অনুষদ ও বিভাগভিত্তিক কমিটি গঠন করা হয়। দীর্ঘ ৮ বছর পর গত ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অনুষদ ও বিভাগভিত্তিক কমিটির জন্য পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চাওয়া হয়। ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জীবন বৃত্তান্ত জমা নেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়।

এছাড়া কমিটিতে পদ পেতে কর্মীদের জীবন বৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সর্বশেষ অ্যাকাডেমিক সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক বা হল পরিচয়পত্রের ফটোকপি, সামাজিক, সাংস্কৃতিক বা অন্য কোনো সহশিক্ষা কার্যক্রমে ব্যক্তিগত অর্জন বা সম্পৃক্ততার সমন বা স্বীকৃতি কপি, পরিবারের কেউ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলে তার প্রত্যয়নপত্র জমা দিতে বলা হয়েছে।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, ছাত্রলীগের সুপার ইউনিট খ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা বিনয় ও মেধার সঙ্গে এ সংগঠনকে এগিয়ে নিতে সদা প্রস্তুত। যে কোনো বিভাগ বা অনুষদে যেন স্বাধীনতাবিরোধী চক্র মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য আমরা অল্প সময়ের মধ্যেই এ কাজ সম্পন্ন করতে চাই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়। যেহেতু আমাদের হলভিত্তিক কমিটি দেওয়ার সুযোগ নেই, তাই নেতাকর্মীরা যেন সবসময় ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকেন এ লক্ষ্যে আমাদের পূর্বের কমিটিগুলোর ধারাবাহিকতায় বিভাগ ও অনুষদ কমিটি গঠনের কার্যক্রম হাতে নিয়েছি। নেতাকর্মীরা যেন আসন্ন নির্বাচনকে ঘিরে এ উদ্দীপনা ও সক্রিয়তা বজায় রাখে এদিকে আমরা তাদের উৎসাহ দিচ্ছি।

শান্ত রায়হান/আরএডি/এএসএম