জাবিতে বাংলাদেশ পরিকল্পনা ও গবেষণা সম্মেলন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী বাংলাদেশ পরিকল্পনা ও গবেষণা সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান নগরবিদ অধ্যাপক ড. নজরুল ইসলাম।
সম্মেলনে সভাপতির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, পরিকল্পনার মাধ্যমে শৃঙ্খলা ফিরে আসে। এ কারণে সব কাজেরই পরিকল্পনার প্রয়োজনীয়তা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সভাপতি ড. মোহাম্মদ শফিক-উর-রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে দেশ-বিদেশ থেকে আগত নগর পরিকল্পনাবিদগণ তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
উল্লেখ্য, সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়বস্তু ছিল নগর প্রেক্ষাপট, যোগাযোগ ব্যবস্থা, পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন, স্থানীয় সরকার ব্যবস্থা টেকসই প্রাকৃতিক ব্যবস্থা,আবহাওয়া ও জলবায়ুর পরির্বতন, পরিকল্পনায় আইসিটির ভুমিকা।
হাফিজুর রহমান/এএইচ/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ রাবিতে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ২ পেছন থেকে ট্রাকের ধাক্কা, প্রাণে বেঁচে গেলেন চবি উপাচার্য
- ৩ প্রেমিককে ভিডিও কলে রেখে জাবির হলে ফাঁস নিলেন ছাত্রী
- ৪ যারা হলে ছাত্ররাজনীতি চায় না, তারা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে
- ৫ বুদ্ধিজীবী দিবসে জবি ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা