ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

চবির ‘এ’ ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ৩৮ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৮:২৭ পিএম, ১৬ আগস্ট ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম দিনে ‘এ’ ইউনিটে ৫৪ হাজার ১০৭ শিক্ষার্থীর বিপরীতে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ১৪৯ জন। যা মোট শিক্ষার্থীর ৬১ দশমিক ২৬ শতাংশ।

মোট অনুপস্থিত ছিলেন ২০ হাজার ৯৫৮ জন। যা মোট শিক্ষার্থীর ৩৮ দশমিক ৭৩ শতাংশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, সকালের শিফটে ২৭ হাজার ৫৩ শিক্ষার্থীর বিপরীতে ১৭ হাজার ৬৫০ জন ও বিকেলের শিফটে ২৭ হাজার ৫৪ শিক্ষার্থীর বিপরীতে ১৫ হাজার ৪৯৯ জন উপস্থিত ছিলেন।

চবির ‘এ’ ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ৩৮ শতাংশ

ইউনিট কো-অর্ডিনেটর আরও বলেন, পুলিশ বাহিনীসহ আমরা সবাই সতর্ক ছিলাম। পরীক্ষার হলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এরআগে, সকাল পৌনে ১০টায় সকালে ও দুপুর সোয়া ২টায় বিকেলের শিফটের পরীক্ষা শুরু হয়। বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে শুরু হয়েছে চবির এবারের ভর্তিযুদ্ধ।

রোকনুজ্জামান/এসআর/জেআইএম