ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবিতে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

প্রকাশিত: ১১:২৩ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে প্রথম এ বৃত্তি প্রদান করে জবি উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান।

বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় গঠিত ‘যাকাত ও কল্যাণ তহবিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার (যাক-তহবিল, জবিপ)’-এর উদ্যোগে এ বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদানকালে উপাচার্য বলেন, ‘অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এ ধরনের বৃত্তি প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এধরনের সহযোগিতার মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীদের মনোবল আরো বৃদ্ধি পাবে এবং তারা শিক্ষা জীবন শেষে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’

এসময় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পার্ট-টাইম কাজের ব্যবস্থা করে তাদের শিক্ষার পথকে সুগম করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জবিতে বিভিন্ন বিভাগে অধ্যায়নরত ৩১ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

এসএম/একে /এমএস