ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

এবার রাবি শিক্ষক হাসিবুলকে হত্যার হুমকি

প্রকাশিত: ১২:২০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক হাসিবুল আলম প্রধানকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় সোমবার বিকেল ৪টার দিকে নগরীর মতিহার থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষক।

হাসিবুল আলম প্রধান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিগত কমিটির উপদেষ্টা সদস্য ছিলেন।

জিডি সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে তার বাসার টেলিফোনে অজ্ঞাত একটি নং (৭৫১৪৪৮) থেকে ফোন আসে। এ সময় ওই শিক্ষক দেশের বাহিরে থাকায় তার গৃহপরিচারিকা ফোন রিসিভ করেন। এসময় হাসিবুল আলমের খোঁজ করা হলে তিনি বাসায় নেই বলে জানালে ফোনের ওপাশা থেকে বলা হয়, `মাটির নিচে লুকিয়ে থাকলেও তাকে খুঁজে বের করবো।`

এ ব্যাপারে অধ্যাপক হাসিবুল আলম প্রধান জাগো নিউজকে জানান, এর আগেও অনেক বার আমার ব্যক্তিগত নম্বরে (০১৭৩২৪৯৩৭৫৪) ফোন করে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। আমি ভ্রমণের উদ্দেশ্যে গত ১৮ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত স্বপরিবারে দেশের বাহিরে ছিলাম। তাই জিডি করতে দেরি হয়েছে।

এ বিষয়ে নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অশোক চৌহান বলেন, বিকেলে তিনি জিডি করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে। তার প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ করা হবে।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।

রাশেদ রিন্টু/এআরএ

আরও পড়ুন