ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শাবিতে র‌্যাগিংয়ের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ০৯:৪৯ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

গণিত বিভাগের এক নবীণ শিক্ষার্থীকে র‌্যাগ দেয়ার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার দুপুরে প্রক্টরিয়াল বডির সুপারিশের ভিত্তিতে তাদের বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া বলেন, সাময়িকভাবে বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থী হলেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাজু, সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অসীম বিশ্বাস, গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম, মোশারফ হোসেন, মাহমুদুল হাসান প্রমূখ।

এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান হলেন, পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম এবং দুই সদস্য হলেন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন ও অর্থনীতি বিভাগের প্রভাষক মুন্সি নাসের ইবনে আফজাল।

এর আগে রোববার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের  সমনে র‌্যাগিংয়ের নামে যৌন হয়রানি ও র‌্যাগিংয়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

অন্যদিকে, এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করছে কতিপয় মিডিয়া এমন অভিযোগে দুপুর সাড়ে ১২টার দিকে মানববন্ধন করেছে গণিত বিভাগের ২৪ (শিক্ষাবর্ষ ২০১৫-১৬) ও ২৫তম (শিক্ষাবর্ষ ২০১৪-১৫) ব্যাচের শিক্ষার্থীরা। তাদের দাবি ওই দিন কোনো র‌্যাগিংয়ের মতো ঘটনা ঘটেনি। বহিষ্কৃত হওয়া নজরুল ইসলাম, মোশারফ হোসেন, মাহমুদুল হাসান মানববন্ধনের আয়োজক ২৪তম ব্যাচের শিক্ষার্থী।

তবে প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী ওই দিন জানিয়েছিলেন প্রাথমিক তদন্তে র‌্যাগিংয়ের সত্যতা পাওয়া গেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বহিষ্কৃত শিক্ষার্থীরা গণিত বিভাগের ২৫তম ব্যাচের এক নবীণ ছাত্রীকে কাফেটেরিয়ার ছাদে নিয়ে র‌্যাগ দেয়ার সময় ওই ছাত্রী অজ্ঞান হয়ে পড়েন।

আব্দুল্লাহ আল মনসুর/এমজেড/পিআর