জাবি শিক্ষক সমিতির সভাপতি অজিত সম্পাদক বশির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির ২০১৬ সালের কার্য নির্বাহী পরিষদের নির্বাচনে ১৫টি পদের মধ্যে ৮টি পদ পেয়ে আওয়ামী পন্থী শিক্ষকরা জয়ী হয়েছে। নির্বাচনে অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার (পরিসংখ্যান বিভাগ) ২৩৯ ভোট পেয়ে সভাপতি ও সহযোগী অধ্যাপক বশির আহমেদ (সরকার ও রাজনীতি বিভাগ) ২৫১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম।
নির্বাচনে বিএনপি পন্থী ‘বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের প্যানেল থেকে ৭টি পদ পেয়েছে।
এছাড়া সমিতির নির্বাচনে আওয়ামী পন্থী ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে সদস্য পদে, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ- (২২৭ ভোট), আইআইটি এর সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান- (২৩৩ ভোট) , বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইন- (২৫৯ভোট), ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাহেদুর রশিদ- (২৫৯ ভোট) ও অধ্যাপক শেখ মনজুরুল হক- (২৩৭ ভোট) বিজয়ী হয়েছেন ।
নির্বাচনে বিএনপি পন্থী ‘বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের প্যানেল থেকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজা হোসেন- (২৩৮ ভোট) পেয়ে সহ-সভাপতি, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন হোসেন- (২৩৩ ভোট) পেয়ে কোষাধ্যক্ষ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল হোসেন-(২৩৬ ভোট) যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন।
একই প্যানেল থেকে সদস্য পদে গণিত বিভাগের অধ্যাপক ড. আবেদা সুলতানা- ২৩৭ ভোট, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুব কবির-২৩৩, ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার ২৩২ , বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা-২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দুই প্যানেল থেকে ৩০ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অফিসার ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব ছাড়লেন শিশির চক্রবর্তী
- ২ প্রকাশ্যে সুস্থ রাজনীতির চর্চা চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- ৩ টাকার অভাবে অপারেশন করাতে পারছেন না রাবিতে নিহত সেই হিমেলের মা
- ৪ সভাপতি হয়ে অপরাধের শীর্ষে ওঠেন জাবি ছাত্রলীগের সোহেল
- ৫ ৩৫ বছর পর এবার প্রকাশ্যে জাবি শিবির সভাপতি-সেক্রেটারি