ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জেএমবি পরিচয়ে রাবি শিক্ষককের কাছে চাঁদা দাবি

প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৬ জানুয়ারি ২০১৬

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পরিচয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের কাছে পরিবারের সদস্যকে অপহরণের হুমকি দিয়ে চাঁদা দাবি করেছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যা ৭টায় নগরীর বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন অধ্যাপক হাসান পারভেজ।

তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সের অধ্যাপক হাসান পারভেজ।

তিনি অভিযোগে করেন, সোমবার দুপুর ২টা ৫০ মিনিটে ০১৮২০১৪৩৯৪৪ নং থেকে জেএমবি পরিচয়ে একটি ফোন আসে। তারা আমার পরিবারের একজনকে অপহরণের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। পরবর্তীতে দর কষাকষির এক পর্যায়ে ১০ হাজার টাকা দিতে বলে। আমি বলেছি, আমার কাছে আজকে টাকা নেই মঙ্গলবার দিবো।

তিনি অভিযোগে আরো উল্লেখ করেন, টাকা কোথায় দিতে হবে তা মঙ্গলবার জানাবে। তারা আনুমানিক বেলা ১১টায় টাকা দিতে বলেছে।

এ বিষয়ে বোয়ালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জাগো নিউজকে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

রাশেদ রিন্টু/এআরএ/এমএস