ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

আজীবন বহিষ্কার হলেন ঢাবির ১৬ শিক্ষার্থী

প্রকাশিত: ০৬:০৬ পিএম, ২৪ জানুয়ারি ২০১৬

বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৬ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত হয়।

সিন্ডিকেটের একটি সূত্র বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচর্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে রাত ১০টায় সিন্ডিকেট মিটিং শেষ হয়।

১৬ শিক্ষার্থীর মধ্যে ছয়জনকে প্রক্সি দেয়ার অভিযোগে বহিষ্কার করা হয়। হিজবুত তাহরিরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জন, যৌন নিপীড়নের অভিযোগে তিনজন এবং বিশ্ববিদ্যালয়ের একুশে হলে ভাঙচুরের অভিযোগে একজনকে বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এএম আমজাদ আলী জাগো নিউজকে ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএইচ/বিএ

আরও পড়ুন