ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বৃষ্টিতে ভিজতে গিয়ে হলের ছাদ থেকে পড়ে আইসিইউতে জাবি ছাত্র

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১০ মে ২০২২

বৃষ্টিতে ভিজতে গিয়ে আবাসিক হলের পাঁচ তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্র। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।

আহত ওই ছাত্রের নাম অমিত কুমার বিশ্বাস। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী এবং শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র।

মঙ্গলবার (১০ মে) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সোহেল আহমেদ।

অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘ছাদ থেকে পড়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘তার প্রচুর রক্তপাত হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। বর্তমান তাকে আইসিইউতে রাখা হয়েছে। প্রক্টরিয়াল টিমসহ আমি হাসপাতালেই আছি। তার অবস্থা আশঙ্কাজনক। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসক ড. শামসুর রহমান জাগো নিউজকে বলেন, ‘ওই ছাত্র মাথায় গুরুতর আঘাত পেয়েছে বলে চিকিৎকরা ধারণা করেন। সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানোর সুপারিশ করা হয়।’

মাহবুব সরদার/এসআর/এএসএম