ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বাউবির বিএ-বিএসএস পরীক্ষার ফল প্রকাশ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৫ এপ্রিল ২০২২

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের বিএ ও বিএসএস পরীক্ষার ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) দুপরে বাউবির ভারপ্রাপ্ত পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বছর পাসের হার শতকরা ৬৮ দশমিক ৬০। বাউবির বিএ-বিএসএসে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা তিন লাখ ৮৫ হাজার ১৭৫ জন। এ পরীক্ষায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের দুই লাখ ৯৬ হাজার ৭৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ৬৬ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪৫ হাজার ৮৭৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে দুজন অ- , ৭৯ জন ই+, দুই হাজার ৬০৮ জন ই, ১৩ হাজার ৪৯৩ জন ই-, ১৯ হাজার ১৯৭ জন ঈ+, ৯ নয় হাজার ৪০৫ জন ঈ এবং এক হাজার ৯২ জন ঈ- গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২৪ হাজার ৯১১ জন ছাত্র এবং ২০ হাজার ৯৬৫ জন ছাত্রী। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল www.bou.ac.bd এবং বাউবির সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাচ্ছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস