রাবিতে নতুন আইবিএ ভবনের উদ্বোধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন প্রধান অতিথি হিসেবে এ নতুন ভবনের উদ্বোধন করেন ।
কোনো প্রাতিষ্ঠানিক অর্থায়ন ছাড়াই প্রায় তিন একর জায়গার উপর নির্মিত এ ভবন তৈরিতে সাত কোটি ২১ লাখ টাকা বাজেট করা হয়। ২০১২ সালের ২৯ জুন এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উদ্বোধনী পর্বের পর এক আলোচনা অনুষ্ঠানে আইবিএর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রধান অতিথি রাবি উপাচার্য অধ্যাপক ড.মুহম্মদ মিজানউদ্দিন, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন আমজাদ হোসেন, আইবিএর সাবেক পরিচালক অভিনয় চন্দ্র সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুহসিনুল আলম।
এ সময় ইন্সটিটিউটের প্রায় সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ভবনটির বিষয়ে জানতে চাইলে আইবিএর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মাদ রফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে ছয়তলা ভবনের তিনতলার কাজ প্রায় শেষে। এখানে অ্যাকাডেমিক কাজ-প্রশাসন ভবন ছাড়াও কম্পিউটার ল্যাব, দুটি মসজিদ, মেয়েদের জন্য একটি কমন রুম, পরিচলাকের কোয়ার্টারসহ শিক্ষক-শিক্ষার্থীদের জন্য কোয়ার্টার থাকবে।
আইবিএ ২০০০ সালে যাত্রা শুরু করে। তবে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করে ২০০২ সালে সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামের মধ্য দিয়ে। বর্তমানে চারটি প্রোগ্রাম চালু রয়েছে এতে। এগুলো হলো এমবিএ, সান্ধ্যকালীন এমবিএ, ইএমবিএ ও এমবিএ (বিবিএ গ্রাজুয়েটদের জন্য)।
রাশেদ রিন্টু/এসএস/এমএস