জাবিতে সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবস পালিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলা নাটকের প্রবাদপুরুষ অধ্যাপক ড. সেলিম আল দীনের ৮ম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এই দিবসটির আয়োজন করে। দিবসটি উপলক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে সকাল ১০টায় একটি স্মরণ শোভাযাত্রা সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, সেলিম আল দীনের শারীরিক উপস্থিতি না থাকলেও তার কাজের মধ্যদিয়ে তিনি আমাদের মাঝে বিরাজ করছেন। সেলিম আল দীন কালজয়ী নাট্যকর্ম রেখে গেছেন। এ কারণে তিনি সবার মাঝে উপস্থিত থাকবেন।
শোভাযাত্রায় নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সেলিম আল দীনের সহধর্মিনী বেগমজাদী মেহেরুন্নেসা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের কর্মীগণ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে সেলিম আল দীনের সমাধিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গ্রামথিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল ঢাকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, ছাত্র-শিক্ষক কেন্দ্র, নাটক সংসদ, কলমা থিয়েটার, শহীদ টিটু থিয়েটারসহ অন্যান্য সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি