খুলে দেওয়া হল চবির সোহরাওয়ার্দী ছাত্রাবাস
ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ছাত্রাবাস। রোববার বেলা দুইটার দিকে ছাত্রাবাসটি খুলে দেওয়া হলে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রাবাসে ওঠেন।
সোহরাওয়ার্দী ছাত্রাবাসের প্রাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার সাঈদ জানান, যাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কোনো অভিযোগ নেই, থানায় মামলা নেই এবং বৈধ শিক্ষার্থী; তাদের জন্যই ছাত্রাবাস খুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট সোহরাওয়ার্দী ছাত্রাবাসের সামনে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রাবাসটি পুলিশের হেফাজতে তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।